বিলেতে বাড়ি কেনাবেচা : ‘হেল্প টু বাইঃ ISA’ ডিপোজিট বোনাস (পর্ব-৮)

হেল্প টু বাইঃ ISA একাউন্ট হচ্ছে এক ধরণের বিশেষ সেভিংস একাউন্ট যা ফার্স্ট টাইম বাইয়ারদের বিশেষ সুবিধা দিয়ে থাকে। আপনি যদি ফার্স্ট টাইম বাইয়ার হন, তাহলে নিয়মিত ডিপোজিট এর টাকা এই বিশেষ একাউন্ট এ জমা রাখুন। আপনার মোট জমাকৃত টাকার উপর গভমেন্ট আরও ২৫% পাউন্ড বোনাস দিয়ে থাকে। অর্থাৎ আপনার জমাকৃত প্রতি ২০০ পাউন্ড সেভিংসের বিপরীতে  গভর্নমেন্ট  আপনাকে আরও ৫০ পাউন্ড বোনাস দিবে।

Help to Buy:ISA একাউন্ট আপনি যেকোনো হাইস্ট্রিট ব্যাংকেই খুলতে পারবেন। এই একাউন্ট প্রত্যেক ফার্স্ট টাইম বাইয়ার খুলতে পারবেন এবং প্রত্যেকে আলাদাভাবে  গভর্নমেন্ট  থেকে বোনাস সুবিধা নিতে পারবেন। 

হেল্প টু বাইঃ ISA এর আওতায় বোনাস পাওয়ার শর্তাবলী:

  • বাড়িটির ক্রয়মূল্য ২৫০ হাজার (লন্ডনে ৪৫০ হাজার) পাউন্ড এর বেশি হতে পারবে না
  • ক্রয়কালীন অবস্থায় এটি হতে হবে আপনার একমাত্র বাড়ী।
  • বাড়িটি হতে হবে আপনার নিজস্ব বসবাসের জন্য অর্থাৎ তা ভাড়া দেয়া যাবে না।
  • বাড়ি ক্রয় করতে আপনাকে অবশ্যই মর্গেজ নিতে হবে।

হেল্প টু বাইঃ ISA এর কিছু নিয়মাবলী:

  • প্রতি মাসে সর্বোচ্চ ২০০ পাউন্ড জমা রাখা যাবে, তবে প্রথম মাসে সর্বোচ্চ ১২০০ পাউন্ড জমা রাখা যাবে।
  • সর্বোচ্চ গভর্নমেন্ট  বোনাস পাওয়া যাবে ৩ হাজার পাউন্ড, তবে এজন্য আপনাকে ১২ হাজার পাউন্ড জমা করতে হবে।
  • এই বিশেষ সেভিংস একাউন্ট খোলার সর্বশেষ তারিখ ৩০শে নভেম্বর ২০১৯, এরপর আর এই একাউন্ট খোলা যাবে না, তবে গভর্নমেন্ট  এর বোনাস পাওয়ার  সর্বশেষ তারিখ হচ্ছে ১লা ডিসেম্বর ২০৩০।
  • বাড়ি কেনার সময় সলিসিটরস এর মাধ্যমে এই বোনাস এর টাকা গভর্নমেন্ট  এর কাছ থেকে ক্লেইম করতে হবে।

হেল্প টু বাইঃ ISA এবং মর্গেজ সংক্রান্ত যেকোনো ব্যাপারে আরো বিস্তারিত জানতে আমাদের সাথে নিচের টেলিফোন নাম্বারে অথবা ইমেইলে যোগাযোগ করতে পারেন।

Email:  info@benecofinance.co.uk

 Tel:  +4402080502478

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top