রিকভারি লোন স্কিম (পর্ব- ৫৯)

লকডাউন পরবর্তী যুক্তরাজ্যের অর্থনীতি পুনরুদ্ধার এবং প্যানডেমিক সময়ে ক্ষতিগ্রস্ত ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান সমূহ যেন সহজে ব্যাংক থেকে লোন পেতে পারে, তার জন্য যুক্তরাজ্য সরকার ৬ এপ্রিল ২০২১ সালে নতুন রিকভারি লোন স্কিম প্রবর্তন করেছে।

এই রিকভারি লোন স্কিমের সর্বোচ্চ সীমা হল ২ মিলিয়ন পাউন্ড। ৩০জুন ২০২২ এর মধ্যে আপনাকে রিকভারি লোন স্কিম (RLS) এর জন্য আবেদন করতে হবে।

রিকভারি লোন স্কিম(RLS) আবেদন করার শর্ত সমূহ

  • আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি যুক্তরাজ্য ভিত্তিক হতে হবে।
  • প্যানডেমিকের পূর্বে আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি কার্যকর ছিল তার প্রমাণ থাকতে হবে।
  • করোনা ভাইরাস এর কারণে আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি প্রভাবিত হয়েছে এর প্রমাণ থাকতে হবে
  • আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি “insolvency proceedings” এর ভিতরে অন্তর্ভুক্ত নয়।

রিকভারি লোন স্কিমের বৈশিষ্ট্য

  • লোন এর পরিমাণ ১০০০ পাউন্ড থেকে সর্বোচ্চ ২ মিলিয়ন পাউন্ড।
  • কোন প্রতিষ্ঠানের বাৎসরিক টার্নওভার ৪৫ মিলিয়ন পাউন্ড এর বেশি হওয়া যাবে না।
  • ৬ বছর মেয়াদী লোন।
  • ২৫০০০০ পাউন্ড পর্যন্ত লোন এর ক্ষেত্রে কোন পারসোনাল গ্যারান্টি লাগবে না।
  • চার ধরণের ফাইনান্স এর ক্ষেত্রে লোন পাওয়া যাবে- টার্ম লোন, ওভারড্রাফট, ইনভয়েস ফাইনান্স এবং এসেট ফাইনান্স।

ডকুমেন্টেশন:

Recovery Loan Scheme (RLS) এর জন্য অ্যাপ্লিকেশান করলে ল্যান্ডার অ্যাপলিকেণ্ট এর সাধারণ ডকুমেন্ট যেমন:-

আইডি, ট্যাক্স ক্যালকুলেশন, ট্যাক্স ইয়ার ওভারভিউ ইত্যাদি ডকুমেন্ট এর পাশাপাশি অতিরিক্ত কিছু ডকুমেন্ট যেমন:- ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট, বিজনেস প্লান, হিস্ট্রি অ্যাকাউন্ট এবং এসেট সমূহের বিবরণ চাইবে।

রিকভারি লোন স্কিমে কারা আবেদন করতে পারবে নাঃ

  • ব্যাংক, ইন্সুরার এবং রি-ইন্সুরার (তবে ইন্সুরেন্স ব্রোকাররা আবেদন করতে পারবে)
  • পাবলিক সেক্টর বডি।
  • স্টেট ফান্ড প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুল।

রিকভারি লোন স্কিম এবং কমার্সিয়াল মর্গেজ সম্পর্কে আপনাদের কোন মতামত বা জিজ্ঞাসা থাকলে নিন্মের ই-মেইল অথবা টেলিফোন নম্বরে যোগাযোগ করতে পারেন।

Email: info@benecofinance.co.uk

Tel: 02080502478

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top