বিলেতে বাড়ি কেনাবেচাঃ মর্গেজ গ্যারান্টি স্কিম (পর্ব-৩৬)

লকডাউন পরবর্তী ইংল্যান্ড এর প্রপার্টি মার্কেট পুনরুদ্ধার এবং ফাস্ট টাইম বায়াররা যেন সহজে ডিপজিট দিয়ে তাদের রেসিডেন্টসিয়াল প্রপার্টি কিনতে পারে তার জন্য চ্যান্সেলর রিশি সুনাক গত ০৩ মার্চ ২০২১ তার সর্বশেষ বাজেট অধিবেশনে “মর্গেজ গ্যারান্টি স্কিম” নামে নতুন ডিপজিট স্কিম ঘোষণা করেছে।  এই স্কিম এর আওতায় ১৯ এপ্রিল ২০২১ থেকে প্রপার্টি বায়াররা ৫% ডিপজিট দিয়ে সর্বোচ্চ £৬০০,০০০ পর্যন্ত প্রপার্টি কিনতে পারবেন। আগামী ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত এই “মর্গেজ গ্যারান্টি স্কিম” চলবে।

মর্গেজ গ্যারান্টি স্কিমটি তাদের জন্যই বিশেষ সহায়ক, যাদের মর্গেজ পাওয়ার মতো ভাল ইনকাম আছে কিন্তু ডিপোজিট কম। যেহেতু ব্যাংক/ল্যান্ডার এর লোন আপনাকে নিয়মিত ইন্টারেস্ট সহ পরিশোধ করতে হবে, তাই এই ধরণের মর্গেজ পেতে আপনাকে বাড়ির দামের ৯৫% লোন পাওয়ার মতো যথেষ্ট ইনকাম থাকতে হবে।

তবে যারা সেলফ এমপ্লয়েড এবং যাদের ক্রেডিট স্কোর কম। তাদের ক্ষেত্রে মর্গেজ গ্যারান্টি স্কিম এর মাধ্যমে লোন পাওয়ার কঠিন হতে পারে। 

“মর্গেজ গ্যারান্টি স্কিম” এর মাধ্যমে মর্গেজ এর জন্য আবেদন করার নিয়ম অন্যান্য সাধারণ মর্গেজ এর মতই হবে। বিলেতে মর্গেজ নিয়ে প্রপার্টি কিনতে কয়েক মাস সময় লেগে যায়। এজন্য মর্গেজের আবেদন করার আগে নিন্ম লিখিত ডকুমেন্ট আপনার সংগ্রহে রাখা উচিৎ।

১) পরিচয়পত্র  ২) ঠিকানার প্রমাণপত্র  ৩) পে-স্লিপ ৪) ব্যাংক স্টেটমেন্ট

৫) ডিপোজিট স্টেটমেন্ট  ৬) ক্রেডিট রিপোর্ট  ৭) ইলেক্ট্ররাল রোল

বিস্তারিত জানার জন্যঃ বিলেতে বাড়ি কেনাবেচা: মর্গেজ অ্যাপলিকেশনে কী কী ডকুমেন্টস প্রয়োজন

মর্গেজ এর আবেদনের জন্য আপনি সরাসরি ব্যাংকের সাথে যোগাযোগ করে করতে পারেন অথবা কোন মর্গেজ এডভাইজারের সহায়তা নিতে পারেন। এক্ষেত্রে কোন মর্গেজ এডভাইজার আপনার সামগ্রিক অবস্থা বিবেচনা করে আপনার জন্য সঠিক মর্গেজ রেকমেন্ড করবেন।

মর্গেজ সংক্রান্ত যেকোনো ব্যাপারে আরো বিস্তারিত জানতে আমাদের সাথে নিচের টেলিফোন নাম্বারে অথবা ইমেইলে যোগাযোগ করতে পারেন।

Email: info@benecofinance.co.uk

Tel: 2080502478

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top