লকডাউন পরবর্তী যুক্তরাজ্যের অর্থনীতি পুনরুদ্ধার এবং ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান সমূহ যেন সহজে ব্যাংক থেকে লোন পেতে পারে, তার জন্য যুক্তরাজ্য সরকার নতুন বাউন্স বেক লোন স্কিম প্রবর্তন করেছে। এই লোন এর আওতায় যে কোন ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান ২০০০ পাউন্ড থেকে ব্যবসার বাৎসরিক টার্নওভার এর ২৫% পর্যন্ত লোন পেতে পারে। তবে এই বাউন্স বেক লোন স্কিমের সর্বোচ্চ সীমা হল ৫০০০০ পাউন্ড।
৪ নভেম্বর ২০২০ এর মধ্যে আপনাকে বাউন্স বেক লোন এর জন্য আবেদন করতে হবে। যুক্তরাজ্য সরকার পরবর্তীতে বাউন্স বেক লোন স্কিম এর সময়সীমা বৃদ্ধি করতে পারে।
বাউন্স বেক লোন স্কিমে আবেদন করার শর্ত সমূহঃ
- আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি যুক্তরাজ্য ভিত্তিক হতে হবে।
- পয়লা মার্চ ২০২০ পূর্ব থেকে আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি চালু থাকতে হবে।
- করোনা ভাইরাস এর কারণে আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি প্রভাবিত হয়েছে এর প্রমান থাকতে হবে।
- যে ব্যাংকে আপনার বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট এবং ব্যাংক এর মাধমে আপনাকে লোন এর জন্য আবেদন করতে হবে।
বাউন্স বেক লোন স্কিমের বৈশিষ্ট্য সমূহঃ
- লোন এর পরিমাণ ২০০০ পাউণ্ড থেকে আপনার প্রতিষ্ঠানের বাৎসরিক টার্নওভার এর ২৫% পর্যন্ত। তবে লোন এর সর্বোচ্চ সীমা হল ৫০০০০ পাউন্ড।
- লোন টি হল রিপেমেন্ট(ক্যাপিটাল + ইন্টারেস্ট ) বেইজড।
- ৬ বছর মেয়াদী লোন।
- প্রথম বছর কোন ইন্টারেস্ট এবং ফি নেই।
- দ্বিতীয় বছর থেকে প্রতি বছর ২.৫% হারে আপনাকে ইন্টারেস্ট দিতে হবে।
- ৬ বছর মেয়াদপূর্তির পূর্বে কেউ যদি লোন সম্পূর্ণ পরিশোধ করে দিতে চান, তবে তাকে কোন আরলি রিপেমেন্ট ফি দিতে হবে না।
- এই লোন এর বিপরীতে লেন্ডাররা ঋণগ্রহীতাদের নিকট হতে কোন কিছু জামানত হিসেবে নিতে পারবে না।
বাউন্স বেক লোন স্কিমে কারা আবেদন করতে পারবে নাঃ
- ব্যাংক, ইন্সুরার এবং রি-ইন্সুরার ( তবে ইন্সুরেন্স ব্রোকাররা আবেদন করতে পারবে)
- পাবলিক সেক্টর বডি।
- স্টেট ফান্ড প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুল।
বাউন্স বেক লোন এবং কমার্সিয়াল মর্গেজ সম্পর্কে আপনাদের কোন মতামত বা জিজ্ঞাসা থাকলে নিন্মের ই-মেইল অথবা টেলিফোন নম্বরে যোগাযোগ করতে পারেন।
Email: info@benecofinance.co.uk
Tel: 02080502478