যুক্তরাজ্যে নতুন আবাসন লক্ষ্যমাত্রা || (পর্ব-১৩৫)

গত ৩০ জুলাই ২০২৪ তারিখে নতুন লেবার সরকার প্রপার্টি সেক্টরের জন্য তাদের নতুন পরিকল্পনা প্রকাশ করেছে। কমিউনিটি এবং ওয়ার্কিং পিপলকে সামনে রেখে লেবার সরকার প্রপার্টি সেক্টরের পরিবর্তন করবে। সরকারের লক্ষ্য হল আগামী ৫ বছরের মধ্যে ১.৫ মিলিয়ন নতুন প্রপার্টি তৈরি করা।

লেবার সরকার নতুন আবাসন লক্ষ্যমাত্রা অর্জন এর জন্য যে সকল পদক্ষেপ নিবে
# বাধ্যতামূলক আবাসন লক্ষ্যমাত্রা পুনরুদ্ধার
# স্থানীয় পরিকল্পনা কর্তৃপক্ষের নিকট আপ টু ডেট স্থানীয় পরিকল্পনা থাকা সহ ন্যাশনাল পলিসি প্ল্যানিং ফ্রেমওয়ার্ক আপডেট করা
# সামাজিক এবং এফোর্ডেবল প্রপার্টির সংখ্যা বৃদ্ধি করা
# ব্রাউন-ফিল্ড জমির ব্যবহার এর পরিকল্পনা নিয়ে পূর্বে-ব্যবহৃত জমির উন্নয়নকে অগ্রাধিকার দেয়া।
# গ্রিন-বেল্ট জমি চিহ্নিতকরণ এর ক্ষেত্রে আরও কৌশলগত পদ্ধতি গ্রহণ করা। এবং সঠিক জায়গায় আরও বাড়ি নির্মাণের জন্য সচেষ্ট হওয়া
# পরবর্তী প্রজন্মের নতুন শহর গড়ে তোলা হবে।
# বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরির জন্য পরীক্ষাগার, ডিজিটাল অবকাঠামো এবং গিগা-ফ্যাক্টরি তৈরি করা। এর জন্য ন্যাশনাল প্ল্যানিং পলিসি ফ্রেমওয়ার্ক আপডেট করা, যাতে স্থানীয় কর্তৃপক্ষ আধুনিক অর্থনীতির চাহিদা মেটাতে প্রয়োজনীয় সাইটগুলি চিহ্নিত করতে পারে।

প্রপার্টি মার্কেট এবং প্রপার্টি মর্গেজ সম্পর্কে আপনাদের কোন মতামত বা জিজ্ঞাসা থাকলে নিন্মের ই-মেইল অথবা টেলিফোন নম্বরে যোগাযোগ করতে পারেন।
Email: info@benecofinance.co.uk
Tel: 02080502478

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top