ফারদার এডভান্স হচ্ছে আপনার বর্তমান লেন্ডার বা মর্গেজ কোম্পানী থেকে আরও লোন নেওয়া।
কেনার পর থেকে এই সময়ে যদি আপনার বাড়ির মূল্য বৃদ্ধি পেয়ে থাকে, তাহলে ফারদার এডভান্স এর মাধ্যমে আরেকটি মর্গেজ বসিয়ে প্রোপাটি থেকে আরও লোন নেওয়া যাবে।
এধরনের লোন এর ইন্টারেষ্ট রেট মেইন মর্গেজ এর চেয়ে ভিন্ন হয়ে থাকে। ফারদার এডভান্স যদি রেসিডেন্সিয়াল মর্গেজ এর ক্ষেত্রে নেওয়া হয়, তাহলে লেন্ডার বা ব্যাংক আবেদনকারীর ইনকাম এসেসমেন্ট করবে। বেশিরভাগ সময় ব্যাংক অটোমেটেড ভেলুয়েশন করে প্রোপাটির বর্তমান বাজার মূল্য নির্ধারণ করে থাকে।
রিমর্গেজ এর বিকল্প হিসেবে ফারদার এডভান্স এর মাধ্যমে প্রোপাটি থেকে টাকা তোলা যায়।
ফারদার এডভান্স শুধুমাত্র চলমান মর্গেজ লেন্ডার থেকেই নেওয়া যাবে। অর্থাৎ আপনার মেইন মর্গেজ যেই ব্যাংকে আছে, ফারদার এডভান্সও সেই ব্যাংক থেকেই নিতে হবে।
প্রপার্টি মার্কেট এবং মর্গেজ সংক্রান্ত যে কোন ব্যাপারে বিস্তারিত জানতে নিচের ইমেইল অথবা টেলিফোন নাম্বারে যোগাযোগ করা যাবে।
EMAIL: info@benecofinance.co.uk
PHONE: +4402080502478