আমাদের আজকের আলোচনার বিষয় EPC বা Energy Performance Certificate (EPC)। কার্বন নির্গমন এবং বিদ্যুৎ শক্তির খরচ কমানোর জন্য ব্রিটেন সরকার নতুন আইন তৈরি করেছে। আপনি বিলেতে প্রপার্টি ক্রয়, বিক্রয়, ভাড়া এবং সংস্কার/তৈরি করতে চাইলে আপনার Energy Performance Certificate (EPC) এর প্রয়োজন হবে।
EPC সার্টিফিকেট দ্বারা আপনার প্রপার্টিতে কি পরিমাণ এনার্জি খরচ হয় এবং আপনার প্রপার্টি কতটা এনার্জি এফিসিয়েন্ট তার বিস্তারিত রিপোর্ট পাবেন। আপনার প্রপার্টিকে A থেকে G এর মধ্যে একটি রেটিং করা হবে। আপনার EPC সার্টিফিকেট এর মেয়াদ ১০ বছর পর্যন্ত থাকবে। EPC সার্টিফিকেট এ কিভাবে আপনি আপনার প্রপার্টির এনার্জি খরচ কমাতে পারেন তার জন্য সুপারিশমালা পাবেন।
নতুন প্রপার্টি ক্রয়, বিক্রয় এবং ভাড়া দেয়ার জন্য নুন্যতম E রেটিং এর EPC সার্টিফিকেট এর প্রয়োজন হবে। বিদ্যমান প্রপার্টি এর জন্য পয়লা এপ্রিল ২০২০ এর মধ্যে নুন্যতম E রেটিং এর EPC সার্টিফিকেট নিতে হবে। নতুন আইন অনুযায়ী E রেটিং এর নিচে EPC সার্টিফিকেট প্রাপ্ত প্রপার্টিকে লোকাল অথরিটি £4000 পর্যন্ত জরিমানা করতে পারবে।
আপনার প্রপার্টির Energy Performance Certificate (EPC) এর জন্য আপনার নিকটস্থ Domestic Energy Assessor এর সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনি আপনার মর্গেজ এডভাইজার এর সাথে পরামর্শ করে আপনার প্রপার্টির Energy Performance Certificate (EPC) করাতে পারেন।
এনার্জি পারফর্মেন্স সার্টিফিকেট এবং মর্গেজ সম্পর্কে আপনাদের কোন মতামত বা জিজ্ঞাসা থাকলে নিন্মের ইমেইল অথবা ফোনে যোগাযোগ করতে পারেন।
Email: info@benecofinance.co.uk
Tel: +4402080502478