বিলেতে বাড়ি কেনাবেচা: মাল্টি ইউনিট প্রপার্টির জন্য মর্গেজ (পর্ব-৮৯)

বাই টু লেট প্রপার্টিকে দুই বা ততোধিক ইউনিটে ভাগ করে ভাড়া দিলে তাকে মাল্টি ইউনিট প্রপার্টি বলা হবে। এই ইউনিটসমূহ পাশাপাশি অথবা কয়েক তালা বিশিষ্ট হতে পারে। মাল্টি ইউনিট প্রপার্টিকে মাল্টি ইউনিট ফ্রীহোল্ড ব্লকও বলা হয়। 

 মাল্টি ইউনিট প্রপার্টির উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য হল-

  • মাল্টি ইউনিট প্রপার্টি পারপাস বিল্ড ফ্লাট অথবা একটি হাউজের কয়েকটি ইউনিট হতে পারে।
  • একটি ফ্রীহোল্ড টাইটেল এর ভিতরে দুই বা ততোধিক ইউনিট ।
  • প্রত্যেকটি ইউনিট এর জন্য আলাদা  AST চুক্তিপত্র থাকবে।
  • প্রত্যেকটি হাউসহোল্ড এর জন্য আলাদা দরজা, রান্নাঘর এবং বাথরুম থাকবে।
  • প্রত্যেকটি হাউসহোল্ড প্রপার্টির কমন এলাকা ব্যবহার করবে। যেমন- হলওয়ে ,বাগান ইত্যাদি

হাউস ইন মাল্টিপল অকুপেশন (HMO) প্রপার্টির চেয়ে মাল্টি ইউনিট প্রপার্টিতে বিনিয়োগ করা তুলনামূলক লাভজনক। কারণ-

  • সাধারণত মাল্টি ইউনিট প্রপার্টি প্রত্যেকটি ইউনিট একেকটি পরিবারকে ভাড়া দেবার ফলে, নিয়মিত ভাড়া পাওয়া যায়।
  • মাল্টি ইউনিট প্রপার্টির ভাড়া তুলনামূলক কম হওয়ায়, সহজে ভাড়াটিয়া পাওয়া যায়।
  • মাল্টি ইউনিট প্রপার্টির রক্ষণাবেক্ষণ এবং সংস্কার খরচ কম।

মাল্টি ইউনিট ফ্রীহোল্ড ব্লক প্রপার্টির জন্য মর্গেজঃ

মাল্টি ইউনিট ফ্রীহোল্ড ব্লক প্রপার্টি মর্গেজ এর জন্য  স্পেশালিষ্ট মর্গেজ ল্যান্ডরের প্রয়োজন হয়। একজন অভিজ্ঞ মর্গেজ এডভাইজর এর মাধ্যমে স্পেশালিষ্ট মর্গেজ এর অ্যাপ্লিকেশন করতে হয়। স্পেশালিষ্ট মর্গেজ ল্যান্ডর মাল্টি ইউনিট প্রপার্টির অবস্থান এবং আবেদনকারীর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মর্গেজ দিয়ে থাকে। 

মাল্টি ইউনিট ফ্রীহোল্ড ব্লক প্রপার্টি এবং মর্গেজ সংক্রান্ত যেকোন ব্যাপারে বিস্তারিত জানতে নিচের ইমেইল অথবা টেলিফোন নাম্বারে যোগাযোগ করা যাবে।

EMAIL: info@benecofinance.co.uk

PHONE: +4402080502478

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top